অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি|| তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান ইলহাম। ৫ জানুয়ারি সন্তান জন্মের কিছুক্ষণ পরেই সবাইকে সুখবরটি জানান তিশা ও ফারুকী।
এদিকে নানা গণমাধ্যমে ফারুকী-তিশার সন্তানের একটি ভুল ছবি প্রকাশিত হয়। যে ছবিতে তিশার কোলে একটি শিশুকে দেখা যায়।
অনেকেই ছবিটিকে তিশা-ফারুকীর কন্যা ইলহাম বলে পরিচয় দিলেও তিশা জানালেন ওই ছবিটি তাদের কন্যার নয়- ছবিটি একটি পুরনো ছবি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা জানান, ‘একটা ব্যাপারে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আরো ছড়ানোর আগেই আমরা পরিষ্কার করতে চাই। কিছু কিছু সংবাদ এবং ভিডিওর সাথে ইলহামের ছবি হিসাবে একটা পুরনো ছবিকে জুড়ে দেয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি শুরুর দিকে ভুলে এটা যোগ করা হয়েছিলো কিছু রিপোর্টের সাথে। যেটা পরে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অনলাইনে একটা কিছু উঠে গেলে তো সেটা ছড়াতেই থাকে। সেই জন্যই এই পোস্ট দেয়া যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়। ’
তিনি আরও বলেন, ‘আমরা যখন ইলহামের ছবি সবার সাথে শেয়ার করতে চাইবো, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো।
তাই প্লিজ অন্য ছবিকে যেন ইলহামের বলে আমরা না ছড়াই। সবাই ভাল থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ইলহাম এবং আমাদের পরিবার কৃতজ্ঞ। ’