অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
৭৬ বছর বয়সী সু চি গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গৃহবন্দী।
আজকের রায়ে সু চির বিরুদ্ধে দুর্নীতি এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে বিচারক সু চির বিরুদ্ধে উসকানি দেওয়া এবং কোভিড-১৯ নিয়ম লঙ্ঘনের অভিযোগে চার বছরের কারাদণ্ড দেন। পরে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং সাজা কমিয়ে দুই বছর করেন।
গত বছর দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সুচির নেতৃত্বাধীন এনএলডি ভূমিধস জয়লাভ করেছিল। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা দখল করে। এরপর থেকেই সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে।