অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। করোনা আক্রান্ত হওয়ায় লিওনেল মেসি-সহ পিএসজির আরও চার মূল খেলোয়াড় আইসোলেশনে। গোড়ালির চোটের কারণে নেই নেইমারও।
মেসি-নেইমারদের না থাকা ঠিকই বুঝতে পারল পিএসজি। আরেকটু হলেই হার দেখতে হতো ফরাসি জায়ান্টদের।
তবে পিছিয়ে পড়েও পরাজয় এড়িয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। লিঁওর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি।
ড্র করলেও ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। দুইয়ে থাকা নিঁসের সঙ্গে পিএসজির পয়েন্ট ব্যবধান দাঁড়াল ১১। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে লিঁও।
ঘরের মাঠে ৭ম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় লিঁও। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে পিএসজি। বিরতির পর সমতায় ফেরে পচেত্তিনোর শিষ্যরা। ৭৬তম মিনিটে লিঁওর জাল খুঁজে নেন বদলি হিসেবে মাঠে নামা থিলো কেহরার। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এটি প্রথম গোল তার।
এই ম্যাচে দুই অর্ধে দু’বার গোলপোস্টে লেগেছে কিলিয়ান এমবাপ্পের শট। মারকুইনহোসের আরেকটি শট দুর্দান্তভাবে সেভ করেন লিঁও গোলরক্ষক অ্যান্থনি লোপেস।