অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। অভিকা গর এর নতুন ট্রানসফর্মেশন মন্ত্রমুগ্ধ সোশ্যাল মিডিয়া। যাকে আমরা আমাদের ছোট্ট আনন্দী বলেই চিনি। বালিকা বধূতে অভিনয় করার সময় মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি, তাই আজও সে জায়গা অমলিন রয়েছে। সম্প্রতি তাঁর মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্ত ভাইরাল হয়েছে।
স্কুবা ডাইভিং সহ ছুটি এনজয় করছেন, সে ছবিও সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে। ব্লু বিকিনি টপ, রেড হট বিকিনিতে পাগল করে দিয়েছে নেটিজেনদের। সমুদ্রের নোনা জলে সৌন্দর্য আরও কিছুটা বাড়িয়ে তুলেছে।
এই সুন্দরীর গ্ল্যামারের ছটা নিজের সোশ্যাল একাউন্টেও; সেই ছবি শেয়ার করেছেন তার ভক্তদের উদ্দেশ্যে। তাই তার এহেন ছবিগুলিতে কমেন্টের বন্যা বয়ে গেছে।
যদিও অভিকা গরকে আমরা আনন্দী বলেই বেশি চিনি। সকলের কাছে আনন্দী বলেই বেশ পরিচিত তিনি।
বালিকা বধূর আনন্দী অনেক বড় আজ, আর সেই গ্ল্যামারের বোল্ড লুকে ধরা দেন মাঝে মাঝে। বারবার মন্ত্রমুগ্ধ হয় তার ভক্তসহ অগণিত মানুষ। যদিও তিনি বলিউডের ব্রেকের অপেক্ষায় রয়েছেন। আপাতত তিনি বেশকিছু সিরিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
তবে তার এই রূপের ছটায় বলিউডের সুযোগ যে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। মেদহীন শরীরে সমুদ্রের নোনা জল লেগে সুন্দরী হয়ে উঠেছেন তিনি। তার এহেন রূপ এর আগে কখনও ঝলসে ওঠে নি বলা যেতে পারে। তার এই বোল্ড লুকে কুপোকাত সকল নেটিজেনরা।