অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। আফগান সরকার এবং নতুন শাসকের সমালোচনা করে গ্রেপ্তার হলেন দেশটির জনপ্রিয় এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক। অধ্যাপক ফাইজুল্লাহ জালালকে গ্রেপ্তারের বিষয়টি রবিবার এক টুইট বার্তায় জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, তালেবানের গোয়েন্দা বাহিনী অধ্যাপক ফাইজুল্লাহকে গ্রেপ্তার করে। এই অধ্যাপকের বিরুদ্ধে দলটির অভিযোগ, ‘তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করে তুলছেন এবং জনগণের মর্যাদা নিয়ে খেলা করছেন। ’গত বছরের মধ্য আগস্টে তালেবান আফগানিস্তান দখলে নিয়ে নতুন সরকার গঠন করে।
রবিবার এক টুইট বার্তায় অধ্যাপক জালালের মেয়ে হাসিনা জালাল বাবার মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘আমি সংবাদটি সবার কাছে ছড়িয়ে দিচ্ছি এবং যত দ্রুত সম্ভব আমার বাবা অধ্যাপক ফাইজুল্লাহ জালালের মুক্তি চাচ্ছি। ’
আফগানিস্তানের তোলো টিভিতে একজন নিয়মিত কমেন্টেটর ছিলেন ফাইজুল্লাহ জালাল। নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে তোলো টিভি কর্তৃপক্ষ টুইট বার্তায় জানান, সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অভিযোগে অধ্যাপক জালালকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অধ্যাপক জালালকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি।
জালালের স্ত্রী মাসুদা জালাল ২০০৪ সালে প্রথম কোনো নারী প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে হামিদ কারজাইয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন।