অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। কাজাখস্তানে গত কয়েক দিনের সরকার-বিরোধী আন্দোলনে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ১৫৪ জন নিহত হওয়ার খরব পাওয়া গিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রবিবার জানায়, দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য পাওয়া যায়। এর আগে ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।
অন্যদিকে, রবিবার কাজাখস্তানের রাষ্ট্রপতির কার্যালয় জানায়, দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিকসহ প্রায় ৬০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ দিন ধরে চলা সহিংসতার পর কাজাখস্তানে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে দাবি করে দেশটির রাষ্ট্রপতির কার্যালয় জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এখন রুশ সৈন্যরা পাহারা দিচ্ছে।
তবে রুশ সৈন্যরা কোন কোন স্থাপনা পাহারা দিচ্ছে বা তারা কত দিন থাকবে, তার বিস্তারিত জানানো হয়নি।
এক বিবৃতিতে রাষ্ট্রপতির কার্যালয় দাবি করা হয়, ‘দেশের সব অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, যদিও নিরাপত্তা বাহিনী তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। ’ তবে সহিংসতায় কত মানুষ নিহত হয়েছে, তার কোন তথ্য সরকারি ঘোষণায় উল্লেখ করা হয়নি।
কাজাখস্তানে এই বিক্ষোভ শুরু হয়েছিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর। কিন্তু পরবর্তীকালে এটি দেশটির ক্ষমতাসীনদের শীর্ষ পর্যায়ের লোকজনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে রূপ নেয় বলে মনে করা হচ্ছে।
কাজাখস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী করিম মাসিমভকে বিশ্বাসঘাতকতার অভিযোগে শনিবার আটক করা হয়।
করিম মাসিমভকে গ্রেপ্তারের খবর রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করে কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। মাত্র গত সপ্তাহেই মাসিমভ এই কমিটির প্রধান ছিলেন।