স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জানুয়ারি।। আজ থেকে সদর মহকুমার আনন্দনগরে শুরু হয়েছে সুলতান শাহ দরগা সংহতি মেলা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। সন্ধ্যায় ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই মেলাকে আরও বড় আকারে এবং বেশি দিনের করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারির তৃতীয় ঢেউ।
তিনি বলেন, আনন্দ থেকে বড় হচ্ছে বেঁচে থাকা। তাই তিনি মেলায় উপস্থিত সকলকে সরকারি বিধি নিষেধ মেনে নিজে এবং অন্যকে সুস্থ রাখার মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস বলেন, মেলা হল মিলনক্ষেত্র।
মেলার মাধ্যমে যেমন মানুষে মানুষে ভাতৃত্ববোধ, সংহতি দৃঢ় হয়, ঠিক তেমনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদেরও রোজগারের একটি ঠিকানা হয়। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, দিন যত যাচ্ছে সুলতান শাহ দরগা সংহতি মেলার কলেবর বৃদ্ধি হচ্ছে।
মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন মেলায় যারা আসবেন তারা নিজে এবং অন্যের সুরক্ষার কথা চিন্তা করে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য কোভিড-১৯ বিধি নিষেধ পালন করবেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আনন্দনগর গ্রাম পঞ্চায়েত প্রধান শীলা বণিক।
পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার সরকার, শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভজন পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মলয় লোধ। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ডুকলি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।