অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। ভারতে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে দোসর হয়েছে ওমিক্রন। গোটা দেশ জুড়ে সংক্রমণ রুখতে কড়া বিধি আরোপ করা হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থা আর সামগ্রিক পরিস্থিতিতে এবার ২০ শতাংশ উড়ানে কাটছাঁট করার কথা ঘোষণা করল ।
তবে সেক্ষেত্রে পরিবর্তিত তারিখে ফ্লাইট ধরার থাকলে ৩১শে মার্চ পর্যন্ত চেঞ্জ ফিজ এর ব্যবস্থা থাকছে। প্রেস বিজ্ঞপ্তিতে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য প্রচুর যাত্রী তাঁদের ভ্রমণসূচিতে পরিবর্তন আনছেন।
সেক্ষেত্রে ৩১শে জানুয়ারি পর্যন্ত যাঁদের ফ্লাইট রয়েছে তাঁরা ৩১শে মার্চ পর্যন্ত তা বদল করার সুযোগ পাবেন। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে কিছু ফ্লাইটকে তুলে নেওয়ার কথাও জানিয়েছে বিমান সংস্থা।
এই বিমান সংস্থা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বর্তমানে যে নির্ধারিত ফ্লাইট রয়েছে তার ২০ শতাংশ প্রত্যাহার করার ব্যাপারে চিন্তাভাবনা রয়েছে।
যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে ফ্লাইট বাতিলের বিষয়টি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে যাত্রীরা পরের ফ্লাইটে যেতে পারেন। পাশাপাশি ওয়েবসাইটে প্ল্যান বি দেখে যাত্রা বদল করতে পারেন।