অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হতে যাচ্ছেন নাপোলির লোরেঞ্জো ইনসিনিয়ে। ফ্রি ট্রান্সফারে টরেন্টো এফসিতে যোগ দিতে রাজি হয়েছেন তিনি।
বছরে ১৫ মিলিয়ন ডলার (১১ মিলিয়ন পাউন্ড) আয় করবেন ইনসিনিয়ে। যা মেজর লিগের সর্বোচ্চ।
এর আগে, এলএ গ্যালাক্সিতে থাকতে যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ ৭.২ মিলিয়ন ডলার বেতন পেতেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
ইতালির হয়ে ইউরো কাপ জিতেছেন ইনসিনিয়ে। গত জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে পেনাল্টিতে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরে আজ্জুরিরা।
৩০ বছর বয়সী উইঙ্গারের সঙ্গে চুক্তির বিষয়ে টরেন্টোর প্রেসিডেন্ট বিল ম্যানিং বলেন, ‘এটা আমাদের ক্লাবের জন্য ঐতিহাসিক ও উচ্ছ্বাসের দিন। ’
তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে থাকা লোরেঞ্জো বিশ্বমানের আক্রমণাত্মক খেলোয়াড়। তিনি ইতালির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। বড় মঞ্চে তিনি নাপোলির হয়ে ক্লাব ক্যারিয়ারে চমৎকার পারফর্ম করেছেন। ’
টরেন্টোর সঙ্গে প্রাক-চুক্তি করেছেন ইনসিনিয়ে। সিরি’আর এই মৌসুম শেষে চার বছরের চুক্তিতে জুলাইয়ে ক্লাবটিতে যোগ দেবেন তিনি।
মাত্র ১৫ বছর বয়সে নাপোলিতে যোগ দেন ইনসিনিয়ে। ক্লাবটির হয়ে সব ৪১৬ ম্যাচ খেলে ১১৪ গোল করেছেন তিনি। ২০১৯ সালে হন নাপোলির অধিনায়ক।