অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। সেই সঙ্গে তালিকার দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯।
প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে স্পট-কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। ফরাসি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন ৮৮তম মিনিটে, স্বদেশি ডিফেন্ডার ফার্লান্দ মেন্দির পাস থেকে।
তার আগে ৫২ ও ৬১ মিনিটে জোড়া গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস। ভ্যালেন্সিয়ার হয়ে ৭৬তম মিনিটে একটি গোল শোধ করেন গনসালো গুয়েদেস। পেনাল্টি মিস করলেও ফিরতি বলে হেডে জাল খুঁজে নেন তিনি। এ নিয়ে লিগের চলতি মৌসুমে টানা ২৭ ম্যাচ অপরাজিত আনচেলত্তির শিষ্যরা।
দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি নতুন এক মাইলফলকেও পা রেখেছেন বেনজেমা। রিয়ালের হয়ে পেলেন ৩০০তম গোলের দেখা। তার দ্বিতীয় গোলটি লস ব্লাঙ্কোসদের হয়ে ৩০১ গোল।
রিয়ালের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, রাউল ও আলফ্রোডে ডি স্তেফানো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজের প্রথম গোলটি করে এই ক্লাবে যোগ দেন বেনজেমা।