অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। ২০১৬ সালের পর বার্সেলোনার হয়ে লা লিগায় দ্বিতীয়বারের মতো অভিষেক হলো দানি আলভেসের। প্রত্যাবর্তনের ম্যাচে দলের একমাত্র গোলে অ্যাসিস্টও করলেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক।
তারপরও ‘অভিষেক’ রাঙানো হলো না আলভেসের। গ্রানাদার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দ্বিতীয়ার্ধে ১০ জনের হয়ে পড়া বার্সা।
জয় পেলে পয়েন্ট তালিকার তিনে উঠে আসতে পারত জাভির শিষ্যরা। তবে সেই সুযোগ হারানো কাতালান জায়ান্টরা ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
গ্রানাদার বিপক্ষে ৫৭তম মিনিটে এগিয়ে যায় বার্সা। আলভেসের ক্রস থেকে জাল খুঁজে নেন লুক ডি ইয়ং। ৭৯তম মিনিটে তরুণ মিডফিল্ডার গাভিকে হারায় কাতালান জায়ান্টরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
ঘরের মাঠে সুযোগটা কাজে লাগায় গ্রানাদা। ৮৯তম মিনিটে দলকে সমতা ফেরানো গোল এনে দেন আন্তনিও পুয়ের্তাস। দুর্দান্তভাবে আলভেসের বাধা টপকে যান তিনি।
সেই সঙ্গে এক রেকর্ডও গড়ে ফেলল গ্রানাদা। নিজেদের ইতিহাসে এই প্রথম লিগে টানা সাত ম্যাচ অপরাজিত তারা।
এদিকে, আগামী বুধবার রাতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। লিগের আরেক ম্যাচে রিয়াল ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৪-১ গোলে।