অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর বড় ভাই রমেশ বাবু শনিবার রাতে প্রয়াত হয়েছেন। পেশায় অভিনেতা-প্রযোজক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
অনেক দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন রমেশ। কিন্তু তার মৃত্যু আকস্মিক। পরিবারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে রমেশের মৃত্যুর কথা জানানো হয় বলে আনন্দবাজারের খবরে বলা হয়েছে।
বিবৃতিতে লেখা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমাদের প্রিয় ঘট্টমানেনি রমেশ বাবু গারুর প্রয়াণের কথা জানাচ্ছি। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে বাস করবেন। ’
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তার শেষযাত্রায় জনসমাগম না করার অনুরোধ জানানো হয়েছে পরিবারের তরফে।
রমেশের মৃত্যুতে শোকাহত দক্ষিণী ইন্ডাস্ট্রি। শোক প্রকাশ করেছেন চিরঞ্জীবী, ধর্ম তেজার মতো তারকারা। দিন দুয়েক আগে করোনা আক্রান্ত হয়েছেন মহেশ বাবু। ভাইয়ের শেষযাত্রায় সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না অভিনেতা। পরিবার থেকে দূরে চার দেয়ালের ঘেরাটোপে কাটাতে হচ্ছে তাকে।