অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বিশিষ্ট ফিলিস্তিনি রাজনীতিকের ছেলেকে দেশ থেকে বহিষ্কার করেছে মিসরীয় কর্তৃপক্ষ। তার পরিবারের বিবৃতি উল্লেখ করে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।
বহিষ্কার হওয়ার আগে রামি শাথ নামের ওই ব্যক্তি প্রায় আড়াই বছর হাজতে আটক ছিলেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল শাথের ছেলে রামি। তাকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় এবং এরপর নির্বাসিত করা হয়।
তার পরিবার জানায়, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য মিসরীয় নাগরিকত্ব ত্যাগ করতে বাধ্য হন রামি।
মিসরীয় কর্তৃপক্ষ কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে রামিকে হস্তান্তর করে, সেখান থেকে তিনি জর্ডানের রাজধানী আম্মানের একটি ফ্লাইটে ওঠেন।
তারপর শনিবার তার ফরাসি স্ত্রী সেলিন লেব্রুন শাথের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি প্যারিসের অপর একটি ফ্লাইটে ওঠেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এ ব্যাপারে মিসরীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে রামি শাথকে ২০১৯ সালের জুলাইয়ে তার কায়রোর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মিসরীয় সরকার ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে ‘একটি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করে।
রামি শাথ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নেতৃত্বে বয়কট আন্দোলনের মিসরে একটি শাখা প্রতিষ্ঠা করতে সাহায্য করেন, যা বিডিএস নামে পরিচিত।
পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, মিসরীয় কর্তৃপক্ষ রামিকে ‘মুক্তির পূর্বশর্ত’ হিসেবে তার ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে বাধ্য করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, কাউকে তাদের মুক্তি কিংবা নাগরিকত্ব, এই দুইয়ের একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়। রামি জন্মসূত্রে একজন মিসরীয়। চাপের মুখে জোরপূর্বক নাগরিকত্ব ত্যাগ করালে, তা পরিবর্তন হবে না।