অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেল্টা ধরনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই সংক্রমণে প্রথম স্থান দখল করে নিয়েছে ওমিক্রন। দেশটি দৈনিক সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ছে।
এদিকে বয়স্কদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা। ইতোমধ্যেই কোভিড-১৯ আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা সেন্টারস ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশন-সিডিসি’র প্রধান রোচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওমিক্রন সংক্রমণে বাড়বাড়ন্তের সময় থেকেই শিশুদের আক্রান্ত হওয়ায় ঘটনার দ্রুত গতিতে বেড়েছে।
তিনি বলেন, ‘১৪টি অঙ্গরাজ্যের ২৫০টি হাসপাতাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি ১০ হাজার আক্রান্তের মধ্যে ৫ বছর বা তার কম বয়সী শিশু ৪ জন। ৫ থেকে ১৭ বছরের শিশু এবং কিশোর কমপক্ষে ১ জন। ’
টিকা নেওয়া বয়স হয়নি এমন শিশুদের আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হওয়ায় ঘটনা ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন সিডিসি।