অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। অতিসংক্রামক ধরন ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দিন দিন বাড়ছে। ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দৈনিক গড় সংক্রমণ শনাক্ত হয়েছে ২১ লাখের বেশি।
বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে আরও বলা হয়, গত ১০ দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়েছে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার আগে থেকেই ইউরোপে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। কিন্তু ধরনটি ছড়িয়ে পড়ার পর সংক্রমণের হার বেড়ে যায়।
গত বছরের ডিসেম্বরের ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত গড় সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে যায়। চলতি বছরের প্রথম সপ্তাহে গড় সংক্রমণ বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৬ হাজার ১১৮ জনে।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি ২৭ লাখ ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয় যা এ যাবৎকালের সর্বোচ্চ।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ৬০ লাখ ৪১ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৫ লাখ ২ হাজার ৬৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ লাখ ১৭ হাজার ৬৮২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ৫ হাজার ১৪৮ জন।