অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। রণবীর কাপুর নয় রণবীর সিং-এর সঙ্গে চলছিল আলিয়া ভাটের ‘প্রেম কাহানি’। সেটে বেশ মজা হতো তাদের। করণ জোহরের পরিচালনায় সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমির মতো বর্ষীয়ান অভিনেতারা। কিন্তু পরের শিডিউলের শুটিং এই মুহূর্তে বাতিল হয়েছে।
কারণ একটাই— করোনা!
স্ক্রিনে প্রেমের ম্যাজিক দেখান করণ জোহর। তার প্রতিটি ছবি যেন প্রেমগাঁথা। আর সে সব প্রেমের গল্পের হিরো-হিরোইনরা তাতে হাবুডুবু খান। তবে বহুদিন তিনি ক্যামেরার লেন্সে চোখ রাখেননি। সে আক্ষেপের কথা অনেকবার জানিয়েছিলেন তিনি। সম্প্রতি বেশ কাঠখড় পুড়িয়ে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে ফিরেছেন সেটে। সেখানেই করোনার বাগড়া।
‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ধর্মেন্দ্র ও জয়া বচ্চন রণবীরের পরিবারের সদস্য এবং শাবানা আজমি আলিয়ার। ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায় ছবির গল্প লিখেছেন।
২০২২ সালেই এ ছবি মুক্তির কথা আছে। এখন বাকিটা করোনার ওপর নির্ভর করছে।
এর আগে ‘গলিবয়’ ছবি দিয়ে দর্শকদের মন জয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। তারপর থেকেই এ জুটির নতুন ছবির জল্পনা চলছিল। শুরুতে শোনা যায়, এবারও জয়া আখতারের পরিচালনায় অভিনয় করছেন তারা। কিন্তু না, করণ জোহরের হাতেই রচিত হচ্ছে নতুন প্রেম কাহিনি।