Omicron: ওমিক্রনের দাপটে বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে শনাক্ত রোগী, মৃত্যু ৫৫ লাখ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি|| অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে শনাক্ত রোগী। এর সঙ্গে বাড়ছে মৃত্যু, যা এখন ৫৫ লাখ ছুঁইছুঁই।

 

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।

 

গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। অতি সংক্রমণশীল ডেল্টার পর এখন আরও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন।

 

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৫৪ লাখ ৯৭ হাজার ৬১ জন।

 

মোট শনাক্ত হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ৮২৮ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২৫ কোটি ৮২ লাখ ৪০ হাজার ৬৬০ জন।

 

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪২৬ জন। মারা গেছে ৮ লাখ ৫৮ হাজার ৩৪৬ জন।

 

৩ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৭৬০ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৮৩ হাজার ১৯৩ জন।

 

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১৯ হাজার ৮৭৮ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

 

যুক্তরাজ্যে ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ২২৮ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৭৪৪ জন।

 

তালিকার পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে ১ কোটি ১৫ লাখ ১১ হাজার ৪৫২ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ২৫ হাজার ২০৬ জন। অবশ্য এর পরের অবস্থানে থাকা রাশিয়ায় ৩ লাখের বেশি মানুষ মারা গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩২। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছে।

 

এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ৯৮ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ১৪৬ জন শনাক্ত হয়েছে। মোট ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?