স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জানুয়ারি।। করোনার সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধিগুলি যথাযথভাবে মেনে চলার জন্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি মায়েদের চিকিৎসার জন্যে লেবার রুমের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, সারা দেশেই কোভিডের সংক্রমণ ফের বৃদ্ধি পেয়েছে।
অযথা আতঙ্কিত না হয়ে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিতভাবে হাত ধোয়ার মত স্বাস্থ্যবিধিগুলি যথাযথভাবে মেনে চলে একে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, এই লেবার রুমটি এই স্বাস্থ্যকেন্দ্রে যুক্ত হওয়ায় প্রসূতি মায়েদের খুব উপকার হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য, রানীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুাদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, ডা. দীপ্তি রায়, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।