অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি|| এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস ও নিরোশান দিকভেলা। শুক্রবার (৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ইংল্যান্ড সফরে গিয়ে ডারহামে জৈব-সুরক্ষা বলয় ভাঙার অপরাধে ২০২১ সালের জুলাইয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েন এই তিন ক্রিকেটার। শাস্তি হিসেবে পান ক্রিকেট থেকে এক বছরের নিষেধ নিষেধাজ্ঞা।
তবে বিশেষ কারণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে এখন আর কোনো বাধা থাকছে না গুনাথিলাকা-মেন্ডিস-দিকভেলার।
এসএলসি এক বিবৃতিতে জানায়, ‘বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই তিন ক্রিকেটারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ’
তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও টেস্টে আর দেখা যাবে না গুনাথিলাকাকে। সীমিত ওভারের ক্রিকেটে ফোকাস রাখতে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই ৩০ বছর বয়সী অলরাউন্ডার।