অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি|| দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ফিরছেন বিরাট কোহলি। ইতোমধ্যে নেটে অনুশীলন করেছেন তিনি। কেপটাউন টেস্টে তাকে সুস্থ অবস্থায় পাওয়া যাবে মনে করছে টিম ইন্ডিয়া।
চোটের কারণে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেননি কোহলি।
তার পরিবর্তে ভারতকে মাঠে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। তবে কোহলিবিহীন ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে প্রোটিয়ারা।
কেপটাউনে সিরিজ নির্ধারণী টেস্টে নিয়মিত অধিনায়ক অধিনায়ককে পাওয়া যাবে বলে আশা করছেন রাহুল। দ্বিতীয় টেস্ট পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘বিরাট এখন ভালো বোধ করছে। ইতোমধ্যে সে নেটে অনুশীলন করেছে। গত দু’দিন ফিল্ডিংয়ের পাশাপাশি দৌড়াদৌড়িও করেছে। আমি মনে করি সে সুস্থ হয়ে উঠবে। ’
ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও গণমাধ্যমে এই আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তাকে (কোহলি) সুস্থ দেখাচ্ছে।
নেটেও অনুশীলন করেছে সে। কেপটাউনে তাকে ফিট পাওয়া যাবে। ’
স্বাগতিক দ. আফ্রিকা ও ভারতের মধ্যকার কেপটাউন টেস্ট শুরু হবে ১১ জানুয়ারি।