অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি|| ২৮ মাস পর পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন উসমান খাজা। তার অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে চালকের আসনে বসে।
২০১৯ সালের আগস্টের পর এই প্রথম টেস্ট খেলতে নামলেন খাজা। প্রত্যাবর্তনটাও স্মরণীয় করে রাখলেন ৩৫ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি।
১১ বছর আগে এই মাঠেই টেস্টে অভিষেক হয়েছিল খাজার। প্রতিপক্ষ হিসেবে ছিল ইংল্যান্ডই। খাজার ২৬০ বলে ১৩৭ রানের ওপর ভর করে ৮ উইকেটে ৪১৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
সেঞ্চুরি করার পথে স্টিভেন স্মিথ (৬৭) ও মিচেল স্টার্কের (৩৪*) দারুণ সহায়তা পেয়েছেন খাজা। ব্যক্তিগত ২৮ রানে তিনি জীবন পান। জ্যাক লিচের বলে খাজার ক্যাচ ছাড়েন জো রুট।
ইংল্যান্ডের হয়ে ১০১ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ফাইফারের পথে দিনের শেষ উইকেট হিসেবে খাজাকে বোল্ড করেন তিনি।
এই নিয়ে টেস্টে ১৯, অজিদের বিপক্ষে ৬ এবং এই সিরিজে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন ইংলিশ পেসার।
দিনের ২০ মিনিট বাকি থাকতে প্রথম ইনিংস শুরু করে ইংল্যান্ড। তাতে বিনা উইকেটে ১৩ রান করে সফরকারীরা। স্টার্কের বলে ওপেনার জ্যাক ক্রলি স্লিপে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু নো-বলে জীবন পান তিনি।
পুরো অ্যাশেজে ছন্দহীন ইংলিশরা দুঃসংবাদ শুনেছে সকালে। ফের চোটে পড়েছেন বেন স্টোকস। দ্বিতীয় দিনে বল করতে পারেননি এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
চতুর্থ টেস্ট, সিডনি (দ্বিতীয় দিন)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১৬/৮ (ডি.), খাজা ১৩৭, স্মিথ ৬৭, স্টার্ক ৩৪*; ৫/১০১
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৩/০, হামিদ ২*, ক্রলি ২*
অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৪০৩ রানে।