অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি|| দুই ডোজের তুলনায় বুস্টার ডোজ করোনায় মৃত্যুর হার কমায় ৯০ শতাংশ। গবেষণা তথ্যের বরাত দিয়ে হোয়াইট হাউসে বুধবার এ কথা জানান ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ডা. র্যাচেল ওয়ালেনস্কি। খবর সিএনএন।
ইসরায়েলি গবেষকদের বরাত দিয়ে এ তথ্য উল্লেখ করেন তিনি।
ডেল্টার বাড়বাড়ন্তকালে ওই গবেষণাটি করা হয়।
বুস্টার ডোজের কার্যকারিতা সম্পর্কে আরও জানান, সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের তুলনায় বুস্টার ডোজ সংক্রমণ ১০ গুণ হ্রাস করে। ষাট বা বেশি বয়সীদের ক্ষেত্রে গুরুতর রোগের আশঙ্কা কমে ১৮ গুন। যারা ৪০ থেকে ৫৯ বছর বয়সীদের ক্ষেত্রে ২২ গুণ।
ওয়ালেনস্কি বলেন, ইসরায়েলে যখন ডেল্টা প্রভাব বিস্তার করছিল ওই সময় এ গবেষণা পরিচালিত হয়। আমরা আশা করছি, ওমিক্রনের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষা দেবে।