Conway: দ্বিতীয় সেশনে কনওয়েকে ফেরানোর স্বস্তি

অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারি|| প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়েকে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। ইবাদত হোসেন তুলে নিয়েছেন বিপজ্জনক এই ব্যাটারকে। সঙ্গে তাসকিন আহমেদ ফিরিয়েছেন টম ল্যাথামকে। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই জোড়া সাফল্য টাইগারদের।

 

২৯ ওভারে ২ উইকেটে ৬৮ রান তুলে চা বিরতিতে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে তখন পর্যন্ত ৬২ রানে পিছিয়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের বিপরীতে বাংলাদেশ করে ৪৫৮ রান।

 

মঙ্গলবার সকালে বাংলাদেশ দ্রুতই গুটিয়ে যায়। ৬ উইকেটে ৪০১ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করে সফরকারীরা। এদিন আর ২০.২ ওভার খেলতে পেরেছে টাইগাররা। যোগ করেছে আর ৫৭ রান। নিউজিল্যান্ড লাঞ্চের আগে ৩ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছিল।

 

লাঞ্চের পর বাংলাদেশকে প্রথম সাফল্য উপহার দেন তাসকিন আহমেদ।

 

কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৪) বোল্ড করে ফেরান তিনি। এরপর উইকেটে আসেন কনওয়ে। উইল ইয়ংকে নিয়ে এগোতে থাকেন। তবে কনওয়েকে ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন ইবাদত।কনওয়েকে অবশ্য প্রথমে আউট দেননি আম্পায়ার। বাংলাদেশের খেলোয়াড়রা আবেদন করলে এলবিডব্লিউ বা ক্যাচ- কোনোটিরই সাড়া দেননি। রিউভতে দেখা যায় প্যাডে লাগার আগে কনওয়ের ব্যাটের কানা ছুঁয়ে গালিতে সাদমান ইসলামের হাতে যায় তা।

 

জোড়া সাফল্যে দ্বিতীয় সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশের। তবে দুটি রিভিউ নষ্ট হয়েছে। যা আফসোস হিসেবেই থাকছে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?