Russia: রাশিয়া প্রসঙ্গে বাইডেন-জেলানস্কির আলাপ

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি|| মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে ফোনালাপ করেছেন।

 

হোয়াইট হাউস প্রেস সার্ভিসের বরাত দিয়ে এএফপি জানায়, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে রাশিয়ার সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে তারা আলাপ করেন।

 

সেখানে বলা হয়, ন্যাটো এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দ্বিপক্ষীয় কৌশলগত স্থিতিশীলতা সংলাপের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য তারা সমর্থন ব্যক্ত করেন।

এ সময় প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ব্যাপারে গুরুত্বারোপ করেন।

 

মার্কিন নেতা জেলানস্কিকে আরও বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা সমর্থন করে।

এও বলেন, রাশিয়া ফের ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশ ও অংশীদাররা মস্কোর আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেবে।

এ ছাড়া পূর্ব ইউক্রেনের ডনবাসে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে আস্থা রাখা যায় এমন বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেন বাইডেন। মিস্ক চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে সক্রিয় কূটনীতির সমর্থন জানান।

এ ব্যাপারে ৩১ ডিসেম্বর রাতে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। ওই সময় তারা ৫০ মিনিট ধরে ফোনালাপ করেন।

আগামী ১০ জানুয়ারি নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে রুশ-মার্কিন আলোচনার আয়োজন করবে জেনেভা। এরপর ১২ জানুয়ারি রাশিয়া ইউরোপের নিরাপত্তা পরিমণ্ডলে তাদের উদ্বেগ এবং ব্রাসেলসে ন্যাটো-রাশিয়ার এক বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে তাদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করবে। পরদিন ভিয়েনায় ওএসসিই স্থায়ী পরিষদের এক বৈঠক হওয়ার কথা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?