অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। শুরু হচ্ছে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টিকাকরণ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজ নিতে পারবেন, তাদের টিকাকরণে কথা মনে করিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের তরফে রেজিস্টার করা নম্বরে মেসেজ পাঠানো হবে।’
জানা গেছে, যাদের কো-মর্ডিবিটি রয়েছে, যে সব ষাটোর্ধ্ব ব্যক্তিদের দ্বিতীয় টিকা নেওয়ার পর নয় মাস পার হয়ে গিয়েছে। তারা এই টিকা নিতে পারবে।
লভ আগরওয়াল আরও জানান, ‘করোনা সংক্রমিত হওয়ার পর শরীরে নিজে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। প্রায় ৩৯ সপ্তাহ বা ৯ মাস থাকে। এই সময় অতিক্রান্ত হওয়ার পর থেকেই ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। সেই কারণেই করোনা টিকার দ্বিতীয় ডোজ থেকে ৯ মাসের ব্যবধানে এই বুস্টার ডোজ দেওয়া হবে।
মাঝখানে করোনা সংক্রমণ কিছুটা কমের দিকে থাকলেও ফের রাজ্যে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। প্রথমের সারিতেই রয়েছে দিল্লি, মুম্বই। এই পরিস্থিতিতে দেশের ৮ রাজ্যকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলল কেন্দ্র।
সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। ৮ রাজ্যকে চিঠি দিয়ে প্রস্তুত থাকতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর করোনার সঙ্গে জুটি বেঁধে উদ্বেগ বাড়িয়ে তুলছে ওমিক্রন।