অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। সময়ের সেরা তিন ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের শরীরে রয়েছে অসংখ্য ট্যাটু। ইউরোপিয়ান হোক বা লাতিন— প্রায় ফুটবলারদের শরীরে দেখা যায় ট্যাটু।
তবে ভিন্ন পথে হাঁটছে চীন। ট্যাটু নিয়ে খেলতে পারবেন না দেশটির ফুটবলাররা। জাতীয় ফুটবল দল ও বয়সভিত্তিক দলের জন্য ট্যাটু নিষিদ্ধ করেছে চীন।
দেশটির প্রায় ফুটবলারদের শরীরে ট্যাটু রয়েছে। তবে চীন নতুন নির্দেশনায় জানায়, মাঠে নামতে হলে ট্যাটু লুকিয়ে বা মুছে ফেলতে হবে ফুটবলারদের।
দেশটির ক্রীড়া প্রশাসন জানিয়েছে, জাতীয় পর্যায়ের দলে আসা নতুন ফুটবলার ও যুব স্কোয়াডের জন্য ট্যাটু ‘কঠোরভাবে নিষিদ্ধ’।
প্রশাসন আরও জানায়, ‘সমাজে ভালো উদাহরণ’ তৈরি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলারকে ট্যাটু মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। তাদের একজন ডিফেন্ডার জাং লিনপেং। গুয়াংজো এভারগ্রান্দের এই তারকাকে এর আগে ট্যাটু লুকিয়ে ফেলতে বলা হয়েছিল।
২০১৮ সালের মাঝামাঝি থেকে স্ক্রিনে ট্যাটু দেখানো বন্ধ করার জন্য ক্রমবর্ধমানভাবে নিয়ন্ত্রণ বাড়াতে থাকে চীন।
এরপর বেশ কয়েকজন পেশাদার ফুটবলারও মাঠে নামে লম্বা হাতায় তাদের বডি আর্ট বা ট্যাটু লুকিয়ে।