স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ ডিসেম্বর।।
অবৈধ নির্মাণের উপর বুল ডজার চালাল পুর প্রশাসন। শুক্রবার সাত সকালে রাজধানীর প্রাণকেন্দ্র তুলসীবর্তী এলাকায় একটি সংগঠনের অফিসবাড়ি গুড়িয়ে দেওয়া হয়।
বছর চারেক আগে তৃণমূল কংগ্রেস সেখানে তাদের দলীয় অফিস নির্মাণ করে। রাজ্যে তখন তৃণমূলের রমরমা ছিল। তৎকালীন বামফ্রন্ট সরকারের পুর প্রশাসন বেশ কেয়কবার উদ্যোগ নেয় বাড়িটি গুড়িয়ে দেবার। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২০১৭ সালের এপ্রিল মাসে ফেডারেশন সেই বাড়িটিতে প্রবেশ করে।
সেখানে বিধায়ক আশিস সাহার অফিসও রয়েছে। বাম সরকার পরিবর্তনের লক্ষ্যে তৎকালীন তৃণমূলীরা বিজেপিতে যোগ দিলে তৃণমূলের পার্টি অফিসের নাম মুছে দিয়ে অবাম কর্মচারী সংগঠনের অফিস তথা ফেডারেশন করা হয় বাড়িটিকে। নতুন বিজেপি সরকারের সাড়ে তিন বছরের মাথায় বাড়িটি ভাঙ্গার উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি অফিসের সামনে আগরতলা পুর নিগমের তরফ থেকে নোটিশও ঝোলানো হয়। এদিন সকালে পুর নিগমের টাস্ক ফোস বাহিনী পুলিশ ও টিএসআরকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়। ভেঙ্গে দেওয়া হয় বাড়িটি। খবর পেয়ে ছুটে আসেন ফেডারেশনের সচিব সমর রায় সহ অন্যান্য কর্মচারী নেতৃত্ব।
এদিন এক প্রতিক্রিয়ায় কর্মচারী নেতা সমর রায় বলেন, বামফ্রন্টকে উৎখাতের জন্য বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন তারা। এবং এখানে কর্মচারী সংগঠনের অফিস বাড়ি ছিল। কিন্তু এই বাড়িটি গুড়িয়ে দেওয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে সমর রায় বলেন, এখানে বিধায়ক আশিস সাহার অফিস ঘর ছিল।
তিনি এই জায়গার মালিক। বর্তমানে আশিস বাবু রাজ্যের বাইরে রয়েছেন। তিনি ফিরে আসলেই ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, শিশু উদ্যানের দক্ষিণ পূর্ব প্রান্তে যে জমিটি রয়েছে তা বিতর্কিত।
বিধায়ক আশিস সাহা এবং সুবল ভৌমিক এই জায়গার মালিক বলে দাবি করে আসছেন এবং আশিস সাহার জায়গাতেই তৃণমূলের পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ে। এখন দেখার শেষ পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।