অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন কুইন্টন ডি কক। পরিবারকে আরও বেশি সময় দিতে মাত্র ২৯ বছর বয়সে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার। শিগগিরই নিজেদের প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছেন ডি কক ও তার স্ত্রী শাশা।
সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের ১১৩ রানে হারের পর অবসরের কথা জানান ডি কক। তিনি বলেন, ‘এটা এমন এক সিদ্ধান্ত যা আমি সহজে নিতে পারিনি। ’
দ. আফ্রিকান তারকা আরও বলেন, ‘আমার কাছে আমার পরিবারই সবকিছু। জীবনের এই নতুন অধ্যায়ে তাদের সঙ্গে আমি সময় কাটাতে চাই। ‘
২০১৪ সালে টেস্টে অভিষেক হয় ডি ককের। সাদা পোশাকের ক্রিকেটে ৫৪ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ২২ ফিফটিতে ৩৮.২২ গড়ে ৩৩০০ রান করেছেন তিনি।
দ. আফ্রিকার বর্তমান টেস্ট ক্রিকেটারদের মধ্যে ডি ককের চেয়ে বেশি রান আছে কেবল ডিন এলগারের। প্রোটিয়াদের বর্তমান টেস্ট অধিনায়ক ডি ককের চেয়ে ৩১ ম্যাচ বেশি খেলে ১১২৫ রানে এগিয়ে আছেন।
টেস্টকে বিদায় জানালেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন ডি কক।