অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ধাক্কায় বিশ্বে রীতিমতো সংক্রমণের সুনামি চলছে। যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ সাড়ে ৫ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৭৯ হাজার ৩৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে বৃহস্পতিবার সকালের হালনাগাদ তথ্যে জানিয়েছে ওয়ার্ল্ডো মিটার। একই সময়ে মারা গেছেন ৬ হাজার ৮২৭ জন।
বিশ্বে মোট করোনা রোগী দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ১৬ হাজার ৬১৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৪৫ হাজার ৭২৬ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৫ হাজার ৯৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।
ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় ১ লাখ ৯০ রোগী।
ইতালিতে ১ লাখ ২৭ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছেন। রাশিয়ায় ২১ হাজারের বেশি রোগী শনাক্ত হলেও মারা গেছেন ৯২৬ জন।