অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। ইলন মাস্কের স্পেস-এক্স সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে জাতিসংঘে গেল চীন। বেইজিং এক বিবৃতিতে জানায়, সম্প্রতি মাস্কের মালিকানাধীন স্পেস-এক্স সংস্থার উপগ্রহগুলো চীনের মহাকাশ স্টেশনের খুব কাছে চলে আসে। সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল তারা।
ইউনাইটেড ন্যাশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের কাছে চীনের জমা দেওয়া নথি অনুসারে, ইলন মাস্কের স্পেস-এক্স অ্যারোস্পেস সংস্থার স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের দুটি উপগ্রহ ১ জুলাই ও ২১ অক্টোবর চীনা মহাকাশ স্টেশনের খুব কাছাকাছি চলে আসে।
আরও জানায়, স্টারলিংক-২৩০৫ উপগ্রহটিও ২১ অক্টোবর চীনা স্পেস স্টেশনের কাছাকাছি চলে আসে। কক্ষপথে থাকা মহাকাশচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কৌশল করে সম্ভাব্য সংঘর্ষ এড়িয়েছে চীন।