অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।।প্রথমবারের মতো মুম্বাইয়ের রঞ্জি ট্রফির স্কোয়াডে জায়গা পেয়েছেন কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র বাঁ-হাতি পেসার অর্জুন টেন্ডুলকার।
নতুন বছরের শুরুতে রঞ্জিতে দুটি ম্যাচ খেলবে মুম্বাই। ১৩ জানুয়ারি মহারাষ্ট্র এবং ২০ জানুয়ারি দিল্লির বিপক্ষে ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে মুম্বাইয়ের নির্বাচকেরা।
এই দলে জায়গা নিশ্চিত করলেন অর্জুন।
রঞ্জিতে মুম্বাইকে মাঠে নেতৃত্ব দেবেন পৃথ্বি শ। এর আগে গত মার্চে বিজয় হাজারে ট্রফি জয়েও মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের এই ড্যাশিং ওপেনার।
২২ বছর বয়সী অর্জুন প্রথমবার মুম্বাই দলে ডাক পান গত জানুয়ারিতে। মুস্তাক আলী ট্রফিতে দলটির হয়ে দুই ম্যাচ খেলে ২ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করেন ৩ রান।
পরের মাসে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস দলে নেয় অর্জুনকে। কিন্তু পুরো টুর্নামেন্টে দলের সঙ্গে থাকলেও অভিষেক হয়নি তার।
এবার রঞ্জিতে মুম্বাই অর্জুনকে দলে নিল চোটে পড়া পেসার তুষার দেশপাণ্ডের পরিবর্তে। চোটের কারণে বিজয় হাজারে ট্রফিও খেলতে পারেননি দেশপাণ্ডে।