অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজ, এরপর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রস টেইলরকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে সিরিজই হবে টেইলরের শেষ টেস্ট। আর চলমান ঘরোয়া মৌসুম শেষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ১১০ টেস্ট খেলেছেন টেইলর। টেস্ট ও ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় টেইলরের। পরের বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামেন ক্যারিয়ারের প্রথম টেস্ট। লাল বলের ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর ২৯০ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে।
এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নিউজিল্যান্ডকে শিরোপা জেতাতে সাহায্য করেন টেইলর। এর আগে, ২০২৩ বিশ্বকাপ খেলে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কভিড-১৯ প্রটোকল ও কোয়ারেন্টিনের কারণে আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন টেইলর।
বে ওভালে ০১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজ।
এই সিরিজের পর আর সাদা পোশাকের ক্রিকেট খেলবেন না টেইলর। যার ফলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না এই অভিজ্ঞ ব্যাটারের।
জানুয়ারির শেষদিকে তিন ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে কিউইরা। এরপর ডাচদের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে অবসরে যাবেন টেইলর।