অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।।সেঞ্চুরিয়ন টেস্টে ৩০৫ রানের লক্ষ্য পাওয়া দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৯৪ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য আরো ২১১ রান প্রয়োজন তাদের। ভারতের চাই ৬ উইকেট।
১ উইকেটে ১৬ রান নিয়ে বুধবার দিন শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৪ রানে।
প্রথম ইনিংসে ১৩০ রানের লিডের সুবাদে প্রোটিয়াদের তিন শ ছাড়ানো লক্ষ্য দিতে পারে দলটি।
প্রথম ইনিংসে ভারতের ৩২৭ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৯৭ রান।
শেষ দিকে প্রোটিয়াদের আশা হয়ে আছেন অধিনায়ক ডিন এলগার। ১২২ বলে ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি।
এর মধ্যে আউট হয়ে ফিরে গেছেন আইডেন মারকরাম (১), কিগান পেটারসেন (১৭), রাসি ফন ডার ডুসেন (১১) ও কেশভ মহারাজ (৮)।
মহারাজ আউট হতেই দিনের খেলা শেষ ঘোষণা হয়। বৃহস্পতিবার নতুন ব্যাটারকে সঙ্গী করে দিন শুরু করবেন এলগার।
ভারতের পক্ষে জোড়া উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
এর আগে ভারত দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের তোপে। দুই পেসারই নিয়েছেন ৪টি করে উইকেট। বাকি উইকেট দুটি নেন লুঙ্গি এনগিদি।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন রিশভ পন্ত। এ ছাড়া লোকেশ রাহুল ২৩ ও আজিঙ্কা রাহানে ২০ রান করেন।