স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩০ ডিসেম্বর।। পুলিশের ব্যর্থতা ঢাকতে অবশেষে সংবাদ এর জেরে কৃষ্ণপুর এলাকায় গজিয়ে ওঠা গাঁজা গাছ ধ্বংস করল থানার পুলিশ সহ টিএসআর বাহিনী।
ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এবং চাকমা ঘাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এবং চাকমা ঘাট এলাকায় গাঁজা গাছগুলি ধ্বংস করে সংবাদ এর জেরে।
এদিন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং টি এস আর জওয়ানদের সাথে নিয়ে একই দিনে 2 টি এলাকা তথা কৃষ্ণপুর এবং চাকমা ঘাট এলাকায় গাঁজা বিরোধী অভিযানে যান।
তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায় গজিয়ে ওঠা দুটি গাজা বাগান থেকে 1000 গাঁজা গাছ এবং চাকমা ঘাট এলাকা থেকে আড়াই হাজার গাঁজা গাছ ধ্বংস করে । এদিনের এই অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া ছাড়াও ছিলেন তেলিয়ামুড়া থানার এসআই প্রীতম দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
এদিকে বলাবাহুল্য চাকমা ঘাট এলাকায় গজিয়ে ওঠা অবৈধ গাঁজা চাষ এর সংবাদ ফলোআপ করে প্রচার করা হয়েছিল সংবাদমাধ্যমে। এ সংবাদ পরিবেশনের পর তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের শীত ভাঙ্গে। এবং নিজেদের বিফলে তাকে আড়াল করতে তড়িঘড়ি করে কৃষ্ণপুর এলাকায় গাঁজা বিরোধী অভিযানে যান।
সেখান থেকে পুলিশ অভিযানে নেমে দুটি বাগান থেকে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ গুলি ধ্বংস করে এবং একই দিনে চাকমা ঘাট এলাকাতেও গাজা বিরোধী অভিযানে নেমে আড়াইহাজার গাঁজা গাছ ধ্বংস করে।