অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। রাশিয়া সফরের প্রস্তুতি গ্রহণ করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। মঙ্গলবার সরকারি মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি।
২০১৭ সালের পর এই প্রথম ইরানের কোন প্রেসিডেন্ট মস্কো সফর করতে যাচ্ছেন।
ইরানের মন্ত্রিসভার মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি বলেন, ‘ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপ কাঠামোর আওতায় পুতিন আগামী বছরের শুরুর দিকে মস্কো সফরে রাইসিকে আমন্ত্রণ জানিয়েছেন। ’
মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে আগস্টে দায়িত্ব গ্রহণের পর এটি হবে রাইসির অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিদেশ সফর। রুহানি ২০১৭ সালের মার্চে রাশিয়া সফর করেছিলেন।
চলতি মাসের গোড়ার দিকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছিলেন, ‘আমি আশা করছি, ইরানের প্রেসিডেন্ট আমার আমন্ত্রণ গ্রহণ করবেন এবং আগামী বছরের শুরুর দিকে রাশিয়া সফর করবেন। ’