অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।।ভবিষ্যতে হয়তো রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপ্পে। সেই গুঞ্জন চলছে অনেক দিন ধরে। তবে এখনই সান্তিয়াগো বার্নাব্যুতে যাচ্ছেন না ফরাসি ফরোয়ার্ড।
এমবাপ্পে জানিয়েছেন, জানুয়ারিতে তিনি রিয়ালে যোগ দিচ্ছেন না।
অর্থাৎ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই থাকছেন ২৩ বছর বয়সী তারকা।
আসন্ন গ্রীষ্মে ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের। শীতকালীন দল-বদলের মৌসুমে ক্লাব ছাড়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘না, জানুয়ারিতে না। ’
সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি পিএসজিতে সুখে আছি এবং আমি এখানেই শতভাগ এই মৌসুম থাকব। ’
দল-বদলের চেয়ে এখন শিরোপা জয়ের দিকে চোখ এমবাপ্পের, ‘চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান ও লিগ কাপ জেতার জন্য আমি সবকিছু করতে চাই এবং সমর্থকদের আনন্দ দিতে চাই। কারণ তারা এর প্রাপ্য। আমি মনে করি, পিএসজির হয়ে সবকিছু জেতার যোগ্য আমি। এই মৌসুমে আমি সবকিছু জিততে চাই। অবশ্যই, আমি এখানে সুখে আছি।