অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যেন এখন রীতিমতো আইসোলেশন সেন্টার! একের পর এক খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিচ্ছে কাতালান ক্লাবটি।
কোভিড-১৯ পরীক্ষার সবশেষ রাউন্ডের যে ফল, তাতে আরো তিনজনের করোনা পজিটিভ এসেছে। সব মিলে বার্সা স্কোয়াডের সাতজন এখন করোনায় আক্রান্ত।
সবশেষ যে তিনজনের করোনা পজিটিভ এসেছে তারা হলেন- স্যামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে এবং গাভি।
তিনজনের কারো অবশ্য করোনার উপসর্গ নেই। তবে করোনা নেগেটিভ ফল আসা পর্যন্ত বাড়িতে আইসোলেশনে থাকতে হবে তাদের।
এর আগে দানি আলভেস, জর্দি আলবা, ক্লিমেন্ট লেঙ্গলেট এবং আলেজান্দ্রো বাল্ডের করোনা পজিটিভ হওয়ার খবর জানায় বার্সা।
রবিবার রিয়াল মালোর্কার বিপক্ষে লা লিগার ম্যাচ বার্সেলোনার। তার আগে খুবই ছোট স্কোয়াড নিয়ে অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে কোচ জাভি হার্নান্দেজকে।
পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে নেই বার্সা। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে দলটি।