অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের অভিযোগে একটি স্বাধীন সংবাদ মাধ্যম থেকে ৬ জন সাংবাদিক-কে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। গ্রেফতারকৃতরা স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক কর্মী। বুধবার(২৯ ডিসেম্বর) বিবিসির করা প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
দুইশ’র বেশি পুলিশ অফিসারকে স্ট্যান নিউজের প্রকাশনা অফিসে অভিযান চালানোর জন্য পাঠানো হয়েছিল, অভিযান এখনও চলছে।
গ্রেফতারকৃতদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক সম্পাদক ছিলেন । সেইসাথে পপ তারকা , গণতন্ত্রের আইকন, প্রাক্তন বোর্ডের সদস্য ডেনিস হো-ও এই তালিকায় ছিলেন। তিনি তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে তাকেও এই অভিযোগের প্রেক্ষিতে ধরা হয়েছে এবং পশ্চিম জেলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।গ্রেফতারকৃতরা ৩৪ থেকে ৭৪ বছরের ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা।
স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে বুধবার(২৯ ডিসেম্বর) ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চ্যানের দরজায় একাধিক পুলিশ কর্মকর্তাকে দেখা যায়।
মঙ্গলবার রাতে, হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন রনসন চ্যাং, একটি বার্ষিক নৈশভোজের আয়োজন করেন। এই অনুষ্ঠানের দেয়া বক্তৃতায় তিনি অতিথিদেরকে ‘অ্যাপল ডেইলি’ নামক একটি সংবাদপত্র বর্জন করতে বলেন।তার এই কথার প্রেক্ষিতেই চারিদিক শোরগোল পড়ে।
বক্তৃতা শেষে তিনি বলেন ‘সর্বদা সত্যের প্রয়োজন হবে,এবং সর্বদা সাংবাদিকের প্রয়োজন হবে।… সামনের অবস্থা যতই কঠিন হোক না কেন, হংকং সাংবাদিক সমিতি পড়ে যাবে না।’
এই বছরের শুরু দিকে পুলিশ বিলুপ্ত প্রায় অ্যাপল ডেইলির অফিসে অভিযান চালিয়ে সম্পদ জব্দ ও নির্বাহীদের আটক করে। এরপর এটি বন্ধ হয়ে যায়।
অ্যাপেল ডেইলি একটি প্রকাশনা যা হংকং এবং চীনা নেতৃত্বের সোচ্চার সমালোচক হিসেবে পরিচিত। এটি ছিলো মুষ্টিমেয় নতু নিউজ পোর্টালগুলোর একটা যা ২০১৯ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভের সময় বিশেষ গুরুত্ব পেয়েছিলো। এটি বন্ধ হয়ে যাওয়ায় স্ট্যান্ড নিউজকে সর্বশেষ গনতন্ত্রপন্থী প্রকাশণাগুলির একটি হিসেবে ধরা হয়।
অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা মিডিয়া টাইকুন জিমি লাইকে একই অভিযোগের ভিত্তিতে আবারো জেলের সাজা ভোগ করেন।
হংকং সাংবাদিক সমিতি বুধবারের ঘটনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এবং মোলিক আইন অনুযায়ী সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।
বৃটেনের কাছ থেকে হংকং-কে চীনের কাছে স্থানান্তর করার সময় এই মৌলিক আইনটি কার্যকর ছিলো যেখানে সমাবেশের স্বাধীনতা ও বাক স্বাধীনতার মতন ব্যাপারগুলো অন্তর্ভুক্ত ছিলো।