অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় আনন্দ এল রাই পরিচালিত এবং অক্ষয় কুমার, সারা আলী খান ও ধানুশ অভিনীত ‘আতরঙ্গি রে’। লাভ জিহাদের অভিযোগ উঠেছে এ ছবির বিরুদ্ধে।
মঙ্গলবার টুইটারে ট্রেন্ডিং হয় ‘বয়কট আতরঙ্গি রে’ হ্যাশট্যাগ। ‘হিন্দু মেয়ে-মুসলিম ছেলের সম্পর্ককে সত্যিকারের প্রেম হিসেবে দেখানো হয়েছে।
আনন্দ এল রাইয়ের সিনেমায় লাভ জেহাদকে মহিমান্বিত করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানা হয়েছে। তাই সমস্ত হিন্দুদের এক হয়ে এ ছবি বয়কট করা উচিত’, এমন মন্তব্য এসেছে প্রতিবাদে।
পাশাপাশি অভিযোগ, এ ছবিতে নাকি ‘হিন্দুফোবিয়া’কে প্রশ্রয় দেওয়া হয়েছে। নেপোটিজমের অভিযোগও আনা হয়েছে।
ত্রিভুজ প্রেমের গল্প ‘আতরঙ্গি রে’। ছবিতে সাজ্জাদ আলী খানের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সারা আলী খানের চরিত্রের নাম রিঙ্কু সূর্যবংশী। অন্যদিকে ধানুশ রয়েছেন বিশুর ভূমিকায়। সাজ্জাদ ও রিঙ্কুর মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা নিয়েই আপত্তি তোলা হয়েছে।
পাশাপাশি সারার চরিত্রের কিছু সংলাপ নিয়েও আপত্তি তোলা হয়েছে।
অবশ্য সমালোচকদের মন করেছে এ ছবি। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন দক্ষিণী তারকা ধানুশ। তার অসাধারণ, সহজ, সরল অভিনয়ের জন্যই বারবার দেখা যেতে পারে এই ছবি, এমনটাই বলছেন অনেকে।