স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। রাজ্যের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ আগামী ৩ জানুয়ারি ২০২২ থেকে শুরু হবে। এক্ষেত্রে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।
আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য জানাতে গিয়ে বলেন, রাজ্যে এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৪৬ লক্ষ ৮১ হাজার ৮১৭ টি টিকাকরণ করা হয়। রাজ্যে বর্তমানে কোভিড ভ্যাকসিন মজুত রয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৩৯০টি।
তিনি আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, আরক্ষা দপ্তরের অধীন সাইবার ফরেনসিক বিভাগের জন্য দুইজন জুনিয়র ফরেনসিক ডিজিটাল অ্যানালাইষ্ট (গ্রুপ-বি, গেজেটেড) পদ সৃষ্টি করা হয়েছে।
এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তরের ১১টি অফিস সুপারিনটেনডেন্টের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১১টি শূন্যপদ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান।