অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর|| পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও ইউক্রেন প্রশ্নে উত্তেজনা প্রশমনে ১০ জানুয়ারি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-রাশিয়া।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্রের বরাত দিয়ে সোমবার এ কথা জানিয়েছে এএফপি।
জাতীয় নিরাপত্তা পরিষদের ওই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।’
এর পর মস্কো ও ন্যাটোর প্রতিনিধিরা ১২ জানুয়ারি বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও জানান, রাশিয়া ও ওএসসিই আঞ্চলিক নিরাপত্তা পরিষদ ১৩ জানুয়ারি আলোচনা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এ পরিষদের অন্তর্ভুক্ত দেশ।
পশ্চিমি দেশগুলো অনেক দিন ধরে পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রুশ-পন্থী বিচ্ছিন্নতাবাদীদের সরাসরি সামরিক সহায়তা দেওয়ার জন্য ক্রেমলিনকে দোষারোপ করেছে। ২০১৪ সালে মস্কো ক্রিমিয়া কুক্ষিগত করার পরপরই বিচ্ছিন্নতাবাদীরা দুটি অঞ্চল কবজা করে নেয়।
রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে এবং প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন যে, গণহত্যামূলক সংঘাতে ১৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছিল।
ক্রেমলিন জোর দিয়ে বলছে, পশ্চিম দেশগুলো এবং ন্যাটো রাশিয়ার সীমান্তের বিপজ্জনক রকম কাছে অনধিকার চর্চা করেছে।