অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর|| করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই প্রেসিডেন্ট তথা সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আপাতত দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে দ্বিতীয় পরীক্ষা করানো হয়, তাতেও রিপোর্ট একই আসে।
সাবেক ক্রিকেটার অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা নেগেটিভ এসেছে।
সৌরভের ভাইরাল লোড ৯.৫। সোমবার রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাকে নিভৃতবাসে রাখা হবে, তা এখনো স্পষ্ট নয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তার চিকিৎসা হোক।
সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শো’র শুটিং বাতিল করা হয়। যদিও কয়েক দিনের মধ্যে তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শুটিং করেছেন। শুটিংও করেছেন ওই টেলিভিশন শো’র।
করোনায় আক্রান্ত হলেও সৌরভ স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল থেকে জানানো হয়েছে।