অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। সিডনির একটি ল্যাব থেকে শতাধিক লোককে কোভিড টেস্ট পজিটিভ হওয়ার স্বর্তেও, নেগেটিভ রিপোর্ট দিয়েছে। মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিবিসির করা একটি প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
বড়দিনের সময় ভুলে ঘটে যাওয়া একটি ‘ডেটা প্রসেসিং ইরর’ এর কারণে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েলসে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আগমনের পর সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এর মধ্যেই এই ভুল হওয়ার কারণে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবাই ভাবছে, করোনার এই খুশির মুহূর্তে হয়ত অজান্তেই প্রিয়জনকে সংক্রমিত করেছে।
সিদপ্যাথ(SydPath) ল্যাব মঙ্গলবার(২৮ ডিসেম্বর) এই ভুলের জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। তারা মোট আটশ ছেচল্লিশ জনকে এই ভুল রিপোর্ট দিয়েছে বলে বিবৃতি তে জানা যায়।
প্রাথমিকভাবে চারশো জনকে ভুল রিপোর্ট দিয়ে বলেছিল যে তাঁদের করোনা নেই,এবং পরবর্তী দিন তাদেরকে এই ভুল সম্পর্কে অবহিত করা হয়েছিলো।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এই গ্রুপের চারশো ছিয়াশি জন কে আবারো কোভিড-পজিটিভ হিসেবে নিশ্চিত করা হয়।
সর্বশেষ বিবৃতিতে তারা বলেছে যে অতিরিক্ত চাপের ফলে সিস্টেমে ত্রুটির কারণে কম্পিউটার সিস্টেম অটোম্যাটিক থেকে ম্যানুয়ালে চলে যায়।
সিদপ্যাথ বলেছে এটি তার স্বয়ংক্রিয় সিস্টেমে ফিরে এসেছে।
ভুক্তভোগী একজন স্টেফনী কলোনা বলেন তিনি তার পরিবার নিয়ে খুবই শঙ্কায় আছেন। কারণ তার পরিবারের লোকজন যদি সংক্রমিত হয় তাইলে এর দায়ী উনি।
এনএসডাব্লিউতে কোভিড পরীক্ষার জন্য প্রত্যেকদিন ১ লক্ষ ৪৫ হাজার স্যাম্পল আসছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রতিদিন ১ লক্ষ ১৭ হাজার থেকে বেশী!
সরকারকেও নতুন করে কিছু বিধি-নিষেধ পুনঃ স্থাপন করতে বলা হয়েছে, যা এই বছর ডিসেম্বরের শুরুতে তুলে নেওয়া হয়েছিলো।