স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৮ ডিসেম্বর।।
বিগত কয়েকদিন পূর্বে টানা বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা। আর তাই ফলন কম তাই চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন বিভিন্ন ফসল। তেলিয়ামুড়া বাজারের সবজি বিক্রেতা থেকে শুরু করে ক্রেতা ও কৃষক সকলের মাথায় যেন এক প্রকার চিন্তার ভাঁজ।
অন্যান্য বছরের তুলনায় এবছর শীতকালীন বিভিন্ন ফসল যেমন – ফুলকপি, বাঁধাকপি, সিম, ধনেপাতা এবং বিভিন্ন ধরনের শাকসবজি আগুন দরে বিক্রি হচ্ছে তেলিয়ামুড়া বাজারে। এবিষয়ে কৃষক থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা সকলের অভিমত, একেই তো এবছর ফসলের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম হয়েছে, তার উপর আবার কিছুদিন পূর্বে টানা বর্ষণের ফলে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
এর ফলে চাহিদা অনুযায়ী শীতকালীন ফসল বাজারে আমদানি হচ্ছে না, আর যেটুকু আমদানি হচ্ছে তাও কৃষকদের কাছ থেকে চড়া দামে ক্রয় করতে হচ্ছে অথবা কৃষকরা ক্ষতির কাছে বাধ্য হয়ে বাজারে চাহিদা বেশি হওয়ায় নিজেদের কৃষিজ উৎপাদনে ব্যয় করা অর্থ উপার্জনের জন্য অধিক দামে বিক্রি করতে হচ্ছে শীতকালীন বিভিন্ন ফসল। যার ফলে সাধারণ মানুষজনের বাজারে শীতকালীন ফসলের চাহিদা বেশি থাকায়, চড়া দামে ক্রয় করতে হচ্ছে শীতকালীন বিভিন্ন শাকসবজি।
তেলিয়ামুড়া বাজারের ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ টাকা, ধনেপাতা বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় ২০০ টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় ৪০ থেকে ৫০ টাকায়, সিম প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ১২০ থেকে ১৩০ টাকায়, তাছাড়া অন্যান্য শাকসবজি প্রতি মোঠা চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে।
এ ব্যাপারে বলতে গিয়ে কৃষক জানায় বিগত কয়েকদিন পূর্বে বৃষ্টি হওয়াতে ধনেপাতা, শিম, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ফলে শাকসবজি উৎপাদন তুলনামূলক কম হয়েছে।