অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। কানপুরে আইআইটি সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী মোদি এর আগেও বিভিন্ন আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টার্ট আপ হাব হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। গত ৬ মাসে ১০ হাজার স্টার্ট আপ সংস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন তোমরা আইআইটি-তে ভর্তি হয়েছিলে, তখন নিশ্চয় তোমাদের মধ্যে এক অজানা ভয় তৈরি হয়েছিল। আজ তোমরা সবার সেরা। গোটা বিশ্বে অনুসন্ধানের ক্ষমতা রাখ।’
এদিন কানপুরে মেট্রো প্রকল্পের মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই মেট্রো রেল নির্মাণে মোট খরচ পড়েছে ১১ হাজার কোটি। ৩২ কিলোমিটার জুড়ে চলবে এই মেট্রো। উদ্বোধনের পর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দুজনেই মেট্রোতে ভ্রমণ করেন।
২০১৯-এর নভেম্বরে ওই প্রকল্পে অনুমোদন দেয় যোগী আদিত্যনাথ সরকার। এরপরই পুরোদমে শুরু হয় কাজ।