অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। মডেল-অভিনেত্রী সানি লিওনিকে দেওয়া বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর হুমকির পর সানি অভিনীত ‘মধুবন’ গানটির নাম ও কথা পাল্টে যাচ্ছে।
সম্প্রতি ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিওতে দেখা যায় সানিকে। এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে গত কয়েক দিন ধরে।
গানটির রিমেক ভিডিও দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরাও।
তাদের অভিযোগ, রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে।
মথুরার পুরোহিতদের দাবি, সানির ভিডিওটি নিষিদ্ধ করা হোক। এই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন পুরোহিতদের একাংশ।
এর পরই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সরাসরি ‘হুমকি’ দিয়েছেন মডেল-অভিনেত্রীকে। রবিবার তিনি বলেছন, ‘‘সানি লিওনিকে তার ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে নিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। অন্যথায় আমি আইনি পদক্ষেপ নেব। ’’
নরোত্তম মিশ্রর হুমকির পর ওই রাতেই একটি বিবৃতি জারি করে গানের সংস্থা ‘সারেগামা’। সংস্থা জানিয়েছে, তারা বিতর্কিত গানের কথা এবং নাম বদলে দিতে প্রস্তুত।
বিজেপি মন্ত্রী নরোত্তমের অভিযোগ, এই গানটিতে খোলামেলা পোশাকে নাচ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সানি।
গানটি যারা রিমেক করেছেন, সেই শাকিব-তোশির বিরুদ্ধেও এনেছেন একই অভিযোগ।
প্রসঙ্গত, কিছু দিন আগে মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তমের ‘হুমকিতে’ বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়কে একটি বিজ্ঞাপনের ছবি প্রত্যাহার করতে হয়েছিল।