অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। নির্বাচন কমিশনকে অকার্যকর ঘোষণা করেছে তালেবান। তালেবান সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান।
স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) ও স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশনের প্রসঙ্গে তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি শনিবার বলেন, ‘এ ধরনের কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনো প্রয়োজন নেই।
আমরা যদি প্রয়োজন মনে করি, ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে। ’
তিনি বলেন, এ সপ্তাহে সরকারের আরো দুটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো শান্তিবিষয়ক ও সংসদবিষয়ক। এর আগে তালেবান নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেয়।
গত ১৫ আগস্ট পশ্চিমা–সমর্থিত সরকারকে সরিয়ে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করে।