অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি ঘরে তুলে নিয়েছে।
সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান সনি রবিবার এ তথ্য দিয়েছে। মাত্র ১২ দিনে এ মাইলফলক অর্জন করেছে ‘স্পাইডার-ম্যান’-এর সর্বশেষ কিস্তি। এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ যথাক্রমে ৫ দিন ও ১১ দিনে ১ বিলিয়ন ডলার আয় করে।
এ টিনেজ সুপারহিরো হলিউডের দুই নামি প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিও ও সনিকে এনে দিয়েছে ১০৫ কোটি ডলার। তবে এখনো চীনের বাজারে প্রবেশ করেনি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ধারণা করা হচ্ছে, সেখানেও বড়সড় ঝড় তুলবে।
ইতিমধ্যে ভারতে ছবিটি ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি চলে গেছে, যা সাম্প্রতিক যেকোনো দেশীয় ছবির চেয়ে বেশি।
বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও বেশ সাড়া পেয়েছে ‘নো ওয়ে হোম’।
টম হল্যান্ড ও জেন্ডায়াকে এ ছবিতে পিটার পার্কার ও এমজে চরিত্রে দেখা যাচ্ছে। তাদের মার্ভেলের মাল্টিভার্স ভিলেনদের বিরুদ্ধে লড়তে হয়েছে।
বেশ আলোচনায় থাকা ‘নো ওয়ে হোম’ করোনা মহামারি সময়ে প্রথম বিলিয়ন ডলার সিনেমা। বছরের সবচেয়ে বেশি আয়ের ছবিও বটে!
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ‘স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর সৌজন্যে শেষবার বিলিয়ন ডলার ব্যবসা দেখেছিল হলিউড।