অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। বলিউড অভিনেতা সালমান খানকে ছোবল দেয়া সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটানোর সময় সাপটি তাকে ছোবল দেয়।
রবিবার সালমান খানের বাবা সেলিম খান ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানান। ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিন।
জন্মদিনের ঠিক আগে পানভেলের খামারবাড়িতে আচমকাই সাপে ছোবল দেয় এই অভিনেতাকে।
জানা গিয়েছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই এই ঘটনা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা।
সালমানের বাবা সেলিম খান বলেন, “আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটিই সত্যিই, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে। ”
সেলিম খান বলেন, “যখন ঘটনাটি ঘটে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। সালমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইনজেকশন দেওয়ানোর জন্য। এই ক্ষেত্রে সেটি খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না। ”