অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে আরো একবার আত্মসমর্পণ ইংলিশ ব্যাটারদের। রবিবার শুরু মেলবোর্নে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ১৮৫ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।
২-০ তে পিছিয়ে থেকে এই ম্যাচ শুরু করেছে ইংল্যান্ড। অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই তাদের।
কিন্তু বক্সিং ডে টেস্টের শুরুটা মোটেও ভালো হলো না জো রুটের দলের।
টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রুটই একমাত্র ফিফটির দেখা পেয়েছেন। ৮২ বলে ঠিক ৫০ রান করেন তিনি। বেন স্টোকস ২৫ ও জনি বেয়ারস্টো করেছেন ৩৫ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ও নাথান লায়ন নিয়েছেন সর্বাধিক ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।
পরে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছে। ডেভিড ওয়ার্নার ৩৮ রান করে ফিরে গেছেন। মার্কাস হ্যারিস ২০ রানে অপরাজিত আছেন।
তার সঙ্গী নাথাম লায়ন এখনো রানের খাতা খুলতে পারেননি।
তৃতীয় অ্যাশেজ টেস্ট: মেলবোর্ন (প্রথম দিন)
ইংল্যান্ড ১৮৫: রুট ৫০, বেয়ারস্টো ৩৫; কামিন্স ৩-৩৬, লায়ন ৩-৩৬
অস্ট্রেলিয়া ৬১-১: ওয়ার্নার ৩৮, হ্যারিস ২০*, অ্যান্ডারসন ১-১৪।